আরিফ সুমন ( ডেস্ক রিপোর্ট )।। বঙ্গোপসাগরে নিম্নচাপে সৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে রেকর্ড সংখ্যক পর্যটকের উপস্থিত ঘটেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। কুয়াকাটা ছাড়িয়ে মহিপুর ও আলীপুরের আবাসিক হোটেল গুলোতেও অবস্থান নিয়েছে হাজার সংখ্যক পর্যটক।
গত বৃহস্পতিবার থেকর তিন দিনের সরকারি ছুটি থাকার করনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে লক্ষধিক পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। কুয়াকাটার হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে, মহিপুর ও আলীপুরে অনেক পর্যটক অবস্থান করছে বলে জানান হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ। কুয়াকাটা টুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) এর সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, প্রতিবছরের বিশেষ বিশেষ দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের বাড়তি উপস্থিতি দেখা যেত। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকে ভিড় একটু বেশি দেখা য়ায়। ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক আব্দুর রহমান বলেন, কুয়াকাটা ব্যাপক পর্যটক দেখা যাচ্ছে। বৈরী আবহাওয়ায় সমুদ্রের বড় বড় ঢেউ দেখে অনেক ভালো লাগছে। এবার আমরা একটু বেশি আনন্দ পেয়েছি। ঢাকা থেকে খুব কম সময় কুয়াকাটা আসতে পেরে আমরা অনেক আনন্দিত। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, ইতোমধ্যে হোটেল মোটেল ও রিসোর্ট গুলোর রুম অগ্রিম বুকিং হয়ে আশে পাশের শহর গুলোতেও ব্যপক পর্যটক অবস্থানের খবর পাওয়া গেছে । পদ্মা সেতু চালু হওয়ার পর প্রতি সপ্তাহের ছুটিতে ব্যাপক পর্যটরের সমাগম হচ্ছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, তিন দিন ছুটি পেয়ে রেকর্ড সংখ্যক পর্যটকের উপস্থিতি ঘটেছে কুয়াকাটায়। আগত পর্যটকের সকল নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে মহিপুর থানা পুলিশ।