আরিফ সুমন/ ডেস্ক রিপোর্ট ।।
কলাপাড়া উপজেলার মহিপুরে গাঁজার গাছসহ মোট পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
গত ২৭ মার্চ রবিবার রাতে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিজানে, ওয়াপদা কলোনীর বেড়িবাঁধ সংলগ্ন থেকে পাঁচ মাদক মামলার আসামী মোঃ জসিম ওরফে জিএম (৪৫) সহ তার স্ত্রী মোসাঃ ফাতেমা (৪৩) ও মাদক বিক্রির সহযোগী মোঃ লাল মিয়াকে ৫০ পিচ ইয়াবা, ৬৬০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পুলিশের সূত্রে বাসার মধ্যে মাটি খুঁড়ে এসব মাদকদ্রব্য ও বিক্রির সামগ্রী উদ্ধার করা হয়। একই রাতে মহিপুর থানা পুলিশের অপর একটি দল মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছসহ মোঃ জাহাঙ্গীর পাহোলান ও তার স্ত্রী মোসাঃ খাদিজা বেগমকে গ্রেপ্তার করে। স্থানীয়রা জানান, জসিম ওরফে জিএম এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করছে। তার স্ত্রী তাকে এ কাজে সহায়তা করছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, গ্রেপ্তার জিএমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। সে মহিপুরের চিহ্নিত মাদককারবারী। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ শে মার্চ (সোমবার) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।