বিশেষ প্রতিনিধি।।
যশোরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক(২৪) নামের একজন সন্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আনুঃ ১২. ৫০ মিঃ সময় চাচড়া রায়পাড়া এলাকা তাকে পিস্তলসহ আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব, এসআই(নিঃ)/ বিপ্লব কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অত্র ধানাধীন চাঁচড়া রায়পাড়া এলাকা হতে একটি বিদেশী পিস্তল সহ রাব্বিল হোসেন মানিক(২৪), নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী তৈরি করে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন সহ সন্ত্রাসী মূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে। সে মূলত উক্ত স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছিল। আটককৃত মানিক সদর উপজেলার শংকরপুর (ইছাহাক সড়ক) এলাকার হিরুজুল হকের ছেলে। এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।