ক্রাইম সংবাদদাতাঃ
অনলাইন প্লাটফর্মে Solo star নামক এপ্লিকেশন থেকে দেশের টাকা হরিলুট-সহযোগি হিসেবে বাংলাদেশী মোঃ আরিফ, শান্ত ওরুফে সাগর
সায়মন. আয়াত. নীল(নিপা) নাম ফেক টম গং আরো কিছু সহযোগি আছে তারা মানছেন না হাই কোর্টের নির্দেশ
একইসঙ্গে সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার, স্লো ইস্টার, লাইকির মত সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।
সূত্রঃ- ঢাকা পোষ্টের এক নিউজে যানা যায়, ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিলো। সোমবার (১৬ আগস্ট, ২০২১ইং) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
গত ২৪ জুন ২০২১ সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার,টপ ভয়েস গেম লাইকি তথা সলো ষ্টারের মতো সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস অবিলম্বে বন্ধ করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ রিট দায়ের করেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশের আইজিকে রিটে বিবাদী করা হয়েছে। এর আগে গত ১৯ জুন ২০২১ ইং অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার, পিকা ষ্টার/টপ ভয়েজ, সলো ষ্টার সহ সব ধরনের অনলাইন গেম এবং অ্যাপস বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, টিকটক, বিগো লাইভ, পাবজি, এবং ফ্রি ফায়ার পিকা ষ্টার/টপ ভয়েজ, সলো ষ্টার এর মতো গেম গুলিতে বাংলাদেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। যার ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন। এসব গেমস যেন যুব সমাজকে সহিংসতা প্রশিক্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।
অন্যদিকে টিকটক, লাইকি সলো ষ্টার অ্যাপসগুলো ব্যবহার করে দেশের শিশু কিশোর কিশোরী এবং যুব সমাজ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং সারাদেশে কিশোর গ্যাং কালচার তৈরি হচ্ছে।
আর এ জরিয়ে পড়ার মধ্যে রয়েছে বাংলাদেশের কিছু মানুষ, তার মধ্যে- এখন আরিফ, শান্ত, সায়মন, আয়াত, নীল তাদের আরো কিছু সহযোগী এবং যার আসল মোঃ নাম-আরিফ গ্রামঃ সাভার দোকান নাম Raushan Pharmacy সহোযোগি শান্ত আসল নাম সাগর, সায়মন, আয়াত, নীল আসল নাম নিপা সহ অনেকেই রয়েছে। এই আরিফ হোসেন প্রায় প্রতিদিনই উঠতি বয়সের তরুন যুবতীদের ইজ্জত নিয়ে নোংরা খেলাই তার পেশা। তার কথা এবং তার সহযোগীদের কথা না শুনতে চাইলে বিভিন্ন ধরনের ভয় ভীতি দিচ্ছে এগুলো হচ্ছে তাদের মানুষ ঠকানোর নতুন কৌশল। তার সাথে টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন মাধ্যম বিকাশ নাম্বারে যা 0191072888.(WhatsApp)
0130055401. 01533878970
01333463202, 01323628385, এবং সহযোগগি সায়মন +968 7935 7889 .(WhatsApp)
শান্ত ওরুফে সাগর + 971561634376 (WhatsApp)
এই নাম্বারগুলো দিয়ে তারা মাসিক বেতন দেওয়ার লোভ দেখিয়ে দেশের অসংখ্য ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নিয়ে চায়না দেশের solo star নামক এপ্লিকেশন যা চীন দেশের জুয়া খেলার এপ্লিকেশন এর মাধ্যমে বিদেশে পাচার করছে যা মানি লন্ডারিং আইনের আওতায় পড়ে।
আরিফ, শান্ত, শামীম, সায়মন, টম এরা আমাদের তরুন যুবতী মেয়েদের কে রাতে ভিডিও কলে কথা বলে অশ্লীল ছবি তুলে রাখে এবং পরে তা দিয়ে ব্লাকমেইল করে বলে জানা যায়।
নোটিশে বলা হয়, এ বিষয়টি মনিটরিং করার জন্য এবং শিশুদের জন্য উপযোগী এবং যথাযথ অনলাইন গেমগুলোকে সুপারভাইজ করার জন্য একটি মনিটরিং টিম গঠন করা অত্যন্ত জরুরি। তাই সব অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার গেমস এবং টিকটক, লাইকি, বিগো লাইভের স্লো ষ্টার এর
মতো ক্ষতিকারক অ্যাপসগুলোকে অবিলম্বে অপসারণ করা এবং সব লিংক বন্ধ করার অনুরোধ করা হয়।
একই সঙ্গে এই সব বিষয় মনিটরিং করবার জন্য এবং শিশুদের উপযোগী যেসব অনলাইন গেমস রয়েছে সেগুলি সুপারিশ করবার জন্য একটি মনিটরিং, ইভালুয়েশন এবং সুপারিশ কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হয় নোটিশে। নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করেন বলে জানান আইনজীবীরা। সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।