স্টাফ রিপোর্টারঃ
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন কান্দুলিয়া গ্রামের মৃত মির্জা ফজলুল হক মুকুল মিয়ার ছেলে মির্জা বাবুর(৪২) উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। জানা যায়, ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে একই গ্রামের মৃত মির্জা আব্দুর রশিদ মিয়ার দুই ছেলে মির্জা শাহিন (৪৭) ও মির্জা জুয়েল (৪২) মির্জা বাবুর উপর আক্রমণাত্মক অবস্থার সৃষ্টি করে।এ ঘটনার প্রেক্ষিতে মির্জা বাবু বাদি হয়ে মির্জা শাহিন ও মির্জা জুয়েল দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করে। হামলাকারীরা হচ্ছে আওয়ামীলীগের দোষর সাবেক এমপি খুনি রানা মাস্তানের লাঠিয়াল বাহিনী, দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুজাত আলী খানের সন্ত্রাস বাহিনী, এরা নির্বাচনের সময় জোড়পূর্বক ভাবে ভোট চুরি করা,ইয়াবা,মাদক,ব্যবসায়ী,চুরাকারবাড়ি সহ নানা অপকর্মের সাথে তারা লিপ্ত। সূত্র জানায়, উল্লিখিত আসামিরা স্থানীয় উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক।আসামিদ্বয় পূর্ব থেকেই মির্জা বাবুর সাথে সামাজিক বিষয়াদি নিয়া বিরোধ করত। মির্জা বাবুর ক্ষতি সাধন সহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে।এমতাবস্থায় অদ্য ২৬/১১/২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ৭ঃ৩০ টার দিকে মির্জা বাবু তাঁর বসত বাড়ির দক্ষিনে কাচা রাস্তার সামনে মাচানের উপর বসে থাকাবস্থায় উল্লিখিত আসামিদ্বয় তাঁর সামনে এসে তাঁকে সামাজিক বিষয়াদি নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করত। এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। মারপিটের এক পর্যায়ে ২নং আসামি জুয়েল তাঁকে ধরে রাখলে ১নং আসামি শাহিন তার হাতে থাকা মোটর সাইকেলের চাবির সামনের অংশ মুষ্ঠিবদ্ধ করে মির্জা বাবুর মুখে একের পর এক আঘাত করে। এতে করে বাবুর মুখে ফুলা বেদনাদায়ক জখম হয়। ১নং আসামি তাঁর গলায় থাকা মাত্র ৮ আনা ওজনের স্বর্নের চেইন টান দিয়ে নিয়ে নেয়। ২নং আসামি তাঁর লুঙ্গির কোচা থেকে নগদ মাত্র ৫০ হাজার টাকা নিয়ে নেয়। বাবুর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিদ্বয় বাবুকে প্রাণ নাশের হুমকি দেয় এবং বলে যে, ভবিষ্যতে সময় সুযোগ পেলে তাঁকে জানে খতম করে ফেলবে। পরবর্তীতে বাবু উক্ত ঘটনার বিষয়ে আশপাশের লোকজনদের অবগত করে নিকটস্থ থানায় এসে অভিযোগ দায়ের করে।