নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সূচনা করেন অতিথিরা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকা চট্টগ্রামের ব্যুরো প্রধান সবুর শুভ।
দৈনিক আজকের পত্রিকাকে শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা বলেন, অল্প সময়ে আজকের পত্রিকা পাঠকের আস্থা অর্জন করেছে। বেশকিছু আলোচিত রিপোর্ট করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। মাত্র দুই বছরেই এই পত্রিকা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সম্পাদক ড. গোলাম রহমান স্যারের নিখুঁত সম্পাদনায় আজকের পত্রিকার কনটেন্ট পড়ার মতো। পত্রিকার গেটআপ, দ্রুত অনলাইনে নিউজ দেওয়া সব মিলিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে এই পত্রিকা। মাত্র দুই বছরে এই পত্রিকা যেভাবে আস্থা অর্জন করেছে, এতে মনে হয় যেন যুগ যুগ ধরে এই পত্রিকা মাঠে রয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা বলেন, শুরু থেকে চ্যালেঞ্জ নিয়ে আজকরে পত্রিকা মানুষের কাছে গেছে। দুই বছরে অনেক আলোচিত রিপোর্ট করেছে। এই পত্রিকার সবার কথা বলছে। কনটেন্টগুলো পড়ার মতো। এই পত্রিকার সম্পাদক সাংবাদিকতার শিক্ষক হওয়ায়, তিনি জানেন কী করে মানুষের আস্থা অর্জন করতে হয়। সেটির বাস্তবায়ন ঘটিয়ে আজকের পত্রিকা নজির গড়েছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737