ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ ড্রেজার ও একটি স্টীলের নৌকাসহ ২ ব্যক্তি কে আটক করেছে নৌ পুলিশের একটি দল।(গত ৮জুন)শনিবার রাতে উপজেলার ইসলাসপুর ইউপির চেলা নদীর বাবনগাও মরা চেলা নদী থেকে ষ্টীলের নৌকাসহ তাদের আটক করেন পুলিশ।
আসামীদেরকে গত রোববার সকালে ছাতক থেকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।আটককৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের আব্দুর রহিম ছেলে মানিক মিয়া( ৫২) একই মৃত আঞ্জু মিয়ার ছেলে চেরাগ আলী( ৫২) কে ষ্টীল ১৭শ ফুট নৌকা ৮শত ফুট বালুসহ আটক করেন নৌ পুলিশ।
এ ঘটনায় এসআই ফরিদ উদ্দিন বাদী হয়ে ধারা- বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনের ২০১০ এর ১৫(১) তৎসহ ৪৩১ পেনাল কোড এর একটি মামলা দায়ের করেন মামলা নং- ১২/১২১ তাং- ০৯/০৬/২০২৪।
এ ব্যাপারে ছাতক নৌ পুলিশের ইনচাজ আনোয়ার মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চৈলা নদীতে এদের নেতৃত্বে অবৈধ ড্রেজার দিয়ে প্রতিনিয়ত পাথর বালু উত্তোলন করার অপরাধে নৌকা সহ আটক করা হয়। এদেরকে গত রোববার সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।