1. admin@amaderkuakata.com : akas :
  2. amaderkuakata.r@gmail.com : desk-1 :
  3. amaderkuakata@gmail.com : rumi :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সৈকত পরিচ্ছন্নতা অভিযান আলোচনা সভা 

  • আপডেট সময়ঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৬১ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 144.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কলাপাড়াা(পটুয়াখালী) প্রতিনিধি।

কুয়াকাটায় আজ ৮ জুন  বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্র সম্পদ রক্ষা ও এর সুষম ব্যবহার বিষয়ে সচেতনতা সৃস্টির লক্ষ্যে কুয়াকাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শনিবার বেলা সাড়ে  ১১ টায় গভেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের আয়োজনে এ  আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

বিশ্ব সমুদ্র দিবসের আলোচনায় বক্তারা বলেন, সাগর-মহাসাগর পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। প্রাণীকুলের জন্য অক্সিজেনের সবচেয়ে বড় ভান্ডার হলো এসব সাগর-মহাসাগর। সাগর-মহাসাগরের এই অবদান,  প্রয়োজনীয়তা আর উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতেই প্রতি বছর ৮ জুন এই দিনে পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস।
বক্তারা আরো বলেন, ইউএসএইড এর অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ-২ প্রকল্প সাগর-মহাসাগর সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন করেছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ফিস এর ইকো ফিস-২ প্রকল্পের গভেষনা সহকারী মোঃ বখতিয়ার রহমান প্রমুখ। এতে অংশ নেয় ইকো ফিস- প্রকল্পের সদস্যরা।
আলোচনা সভা শেষে ব্লু গার্ড সদস্যদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ আব্দুল খালেক,এস আই লতিফ মিয়া, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)জয়েন সেক্রেটার আবুল হোসেন রাজু,ডিরেক্টর ফিনান্স আসাদুজ্জামান মিরাজসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান শেষে জিরো পয়েন্ট সংলগ্নে সমুদ্র  সৈকতে জলপাই রঙ্গের একটি কচ্ছপ আবু মুক্ত করা হয়।
###

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Design & Developed BY Star it Academy