মহিপুর প্রতিনিধি।।
মহিপুর থানা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মহিপুর থানা চত্বরে দুই শতাধিক ফলজ, বনজ, ঔষধী গাছের চারা রোপন ও বিতরন করা হয়। এ সময় থানা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান বুলেট আকন, মহিপুর প্রেসক্লাবে সভাপতি মোঃ মনিরুল ইসলাম , থানা যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ মাসুদ রানা, মহিপুর সদর ইউনিয়ান যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ শাহরিয়ার সুমন, মোঃ ইব্রাহিম খান,মোঃ মনির হাওলাদার, মোঃ সিদ্দিক মোল্লাসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন ৷ থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন বলেন মাননীয় প্রধানমন্ত্রী সফল রাস্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সারা দেশের ন্যায় এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।