আরিফ সুমন (ডেস্ক রিপোর্ট)
পটুয়াখালীর মহিপুরে দুই কেজি গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে মহিপুর থানা পুলিশ।
জানাযায়, ৬ ই জানুয়ারি (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২ টার দিকে মহিপুর থানার কর্তব্যরত এস আই সাইফুল ইসলাম ও এস আই রাসেল হোসাইনের অভিযানে, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে ১ কেজী ৯৪০ গ্রাম গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে একজনকে গ্রফতার করে। আব্দুর রশিদ মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের বাসিন্দা। অপর দিকে গত ৫ ই জানুয়ারি (বুধবার) আনুমানিক রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানায় কর্তব্যরত এস আই মান্নান ,এস আই বেল্লাল অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোঃ নিজাম উদ্দিন (৩৫) কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মোঃ নিজাম (৩৫) মহিপুর কাঠপট্টি আব্দুস ছত্তারের ছেলে। এসকল অভিযান মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়েরের নির্দেশক্রমে হয়েছে বলে জানা যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) খোন্দকার মো: আবুল খায়ের বলেন, আটককৃতা দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত। উভয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন মহিপুর থানাকে যাতে কেউ মাদকের রুট হিসেবে ব্যবহার না করতে পারে সেই ব্যাপারে সর্বদা তৎপর মহিপুুর থানা পুলিশ।