অনলাইন ডেস্ক ।।
পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নে মোঃ সুমন খান (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর (শনিবার) সকাল আনুমানিক ৬ টার দিকে, মহিপুর সদর ইউনিয়নের মনোহারপুর পাইকবাড়ির রাস্তার পাশে তাকে অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সুমন খান (২৫) কে মৃত ঘোষনা করেন। নিহত সুমন খান (২০) মহিপুর সদর ইউনিয়নের লতিফপুর গ্রামের মোঃ মজিদ খানের ছেলে।
নিহতের পিতা জানান, তার ছেলে সুমনের স্বাভাবিক জীবন যাপন ছিলো না। কিন্তু গতকাল তার ছেলের কখন, কিভাবে মৃত্যু হয়েছে তিনি সেটা জানেন না।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, নিহত যুবকের মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু না। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।