বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ শুরু হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুর ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টায়।
এদিন দুপুর সাড়ে ৩টার পর থেকে ১৪ দলীয় জোটের দলগুলো ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। আর সমাবেশের মঞ্চ বানানো হয় ট্রাকের উপরে। মঞ্চের সামনের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
এছাড়া আরও বক্তব্য রাখার কথা রয়েছে- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, ন্যাপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, জাতীয় পার্টি জেপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার (৩১ জুলাই) রাজধানী ঢাকার নিউ ইস্কাটনে জোটের বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, আগামী ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) মাঠে নামব। সাতদিনের কর্মসূচি আছে। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737