(ডেস্ক রিপোর্ট)।। মহিপুরে ডালবুগঞ্জ ইউনিয়নে পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন তার নিজের মেয়ে। এ বিষয়ে কলাপাড়ায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, ২৬ শে আগষ্ট শুক্রবার রাতে ডালবুগঞ্জ ইউনিয়নে বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী অভিযুক্ত পিতা মোঃ দেলোয়ার (৫০) কে গ্রেপ্তার করে মহিপুর থানায় সোপর্দ করেছে।
স্থানীয় নারী ইউপি সদস্য নাজমা বেগম ও গ্রামবাসীরা জানান, ওই মেয়ের কিছুদিন আগেই বিয়ে হয়। এখনো শ্বশুরবাড়িতে তুলে নেয়নি ভূিক্তভোগী মেয়েকে। ভুক্তভোগী মেয়ে (২০) জানান, তার নিজ পিতা গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে তাকে একাধিকবার ধর্ষণ করে। এই সময়ে তার মা বাড়িতে ছিলেন না। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে রেখে মহিপুর থানায় খবর দেয়। অভিযুক্ত পিতা গ্রামবাসীর কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, মহিপুর থানায় মেয়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী মেডিক্যালে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফপ্তার আদালতে প্রেরণ করা হয়েছে।