কুয়াকাটা প্রতিনিধি।।
কুয়াকাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে তিন প্রতিষ্ঠানকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোঙ্গলবার (২০সে সেপ্টেম্বর ) বিকেল ৫টা পর্যন্ত কুয়াকাটা সদর রোড এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ আদেশ এ অভিজান পরিচালিত হয়। এসময় আবাসিক হোটেল রোজ ভ্যলি মোটেল থেকে ৫০ হাজার টাকা, খাবরার হোটেল মায়ের দোয়া থেকে ৫০ হাজার টাকা এবং একটি মুদী মনোহারী দোকানে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় ও পটুয়াখালী জেলা প্রশাসকের তত্বাবধানে কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে ১টি খাবার হোটেল ১টি মুদি মনোহরী দোকান ও ১টি আবাসিক হোটেল প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা ও টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১০ হাজার টাকাসহ সর্বমোট এক লাখ দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও সকল আবাসিক ও খাবার হোটেলের মালিক ও স্টাফ দের ন্যায্যমূল্যে খাবার বিক্রি করতে বলেন তিনি বলেন পরিস্কার পরিচ্ছন্ন খাবার রাখতে বলেন ব্যবসায়ীদের। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা।ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরও বলেন, অভিযানে সহযোগিতা করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এ এসআই ফাইজুল এর একটি টিম ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।