কুয়াকাটা প্রতিনিধি।।
কলাপাড়া উপজেলাধীন ১৩২ নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, মহিপুর থানার ০৭ নং লতাচাপলী ইউনিয়নে ১৩২ নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন চৌধুরী ও সহকারী শিক্ষক মোঃ ইউসুফ আলী হাওলাদার দীর্ঘদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, বিদ্যালয়ের বিভিন্ন সরকারি বরাদ্দকৃত অর্থ , শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিজ নামে আত্মসাৎ এবং সেচ্ছাচারিতা সহ বির্িন্ন অনিয়ম করে আসছেন। জানাযায়, প্রধান শিক্ষক উক্ত বিদ্যালয়ে যোগদান করার পর থেকে নিজ মোবাইল নম্বর (০১৭৪৮১৭০১০০) ব্যবহার করে একাধিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করাছেন। ২০১৮ খ্রীস্টাব্দ থেকে ২০২১ খ্রীস্টাব্দ পর্যন্ত মোট তিন বছরের স্লীপ বরাদ্দ, রুটিন বরাদ্দ, প্রাক প্রাথমিক বরাদ্দ, দূর্যোগ ব্যবস্থপনা বরাদ্দের সর্বমোট মং ৳ ৫,৫০,০০০ ( পাঁচ লক্ষ্য পঞ্চাশ হাজার) টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি এবং তার অনুসারী সহকারী শিক্ষক মোঃ ইউসুফ আলী হাওলাদারের যোগসূত্রে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের দিয়ে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করেছেন। যা বর্তমানে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে উক্ত ম্যানেজিং কমিটি স্থাগিত রয়েছে।
উক্ত বিদ্যালের সাবেক ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোসাঃ নিগার সুলতানার স্বামী মোঃ নাসির গাজী জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউসুফ আলী হাওলাদারে কাছে স্লীপ বরাদ্দের টাক্ জমা দিলে বিদ্যালয়ের কোন কাজ না করে সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন।
এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের পূর্বের ম্যনেজিং কমিটির কিছু সদস্য তার বিরুদ্ধে এই সব অপপ্রচার করছে। তিনি উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছেন এবং বিষয়টি তদন্তধী আছে।