আরিফ সুমন (অনলাইন ডেস্ক)।।
পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের বিপিনপুর থেকে পতিতাসহ এক যুবককে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
জানাযায়, গত ২৪ শে অক্টোবর (রবিবার) রাত আনুঃ ৯ টার দিকে, মহিপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড বিপিনপুর গ্রামে গ্রামীন ব্যাংক সংলগ্ন একটি বাসায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায়, মোঃ মিলন নাজির (৩৫) নামের এক যুবককে পতিতাসহ গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। মোঃ মিলন নাজির (৩৫)মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মোঃ সোবাহান নাজির এর ছেলে।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) এ কে এম আবুল খায়ের এর নির্দেশক্রমে, মহিপুর কর্তব্যরত এস,আই মোঃ সাইদুল ইসমামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।