কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
তথ্য গোপন করা, পরিচ্ছন্নতার ঘাটতি, ব্যবসার অনুমোদন না থাকাসহ বিএসটিআই এর অনুমতি না থাকার অপরাধে কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জানুয়ারী ) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় অনুমোদনহীন দোকানে এসিডের পানি বিক্রি ও পৌর এলাকার কাপাসিয়া মোড়ে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ৩০ ধারায় দুটি মামলায় দুই আসামীকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকার নাজিম উদ্দিনের পূত্র শাকিলকে দশ হাজার টাকা ও পৌর এলাকার কাপাসিয়া মোড়ে অবস্থিত আল মদিনা বেকারির সত্বাধিকারী বাঙ্গালহাওলা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেনকে বিশ হাজার টাকাসহ মোট ত্রিশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানা প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
এসময় প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বিএসটিআই গাজীপুরের ফিল্ড অফিসার মাকসুদা রুনা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।
কালীগঞ্জ,গাজীপুর
২২/০১/২৫ ইং