1. admin@amaderkuakata.com : akas :
  2. amaderkuakata.r@gmail.com : desk-1 :
  3. amaderkuakata@gmail.com : rumi :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

মহিপুরে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে প্রকাশ্যে হত্যার হুমকি।।

  • আপডেট সময়ঃ শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫৬১ বার

মহিপুরে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে প্রকাশ্যে হত্যার হুমকি।।


আরিফ সুমন (অনলাইন ডেস্ক)  ।।



পটুয়াখালীর মহিপুরে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দিযে আসছে বিবাদীগন। এমন অভিযোগ করে মহিপুর থানায় একটি সাধারন ডায়রি করেছেন মামলার বাদী মোঃ জহির খান (৫০)।
০৮ ই অক্টোবর মহিপুর সদর ইউনিয়নের সুধীরপুর গ্রামের বাসিন্দা মোঃ জহির খান (৫০) বাদী হয়ে সাধারন ডায়রিতে (২৮০) এমন অভিযোগ করেন।
সাধারন ডায়রিতে (২৮০) মোঃ জহির খান উল্লেখ করেন, জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ধরে আমাদের মারধর করিলে, আমি বাদী হইয়া মহিপুর থানায় মামলা নং-০৭, তারিখঃ ২৭/০৪/২০২০ খ্রীঃ ধারা- ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড দায়ের করি। যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তখন থেকেই বিবাধীরা আমাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। বিবাধীরা আমাদের হয়রানি চেষ্টা করে আসিতেছ। ০৮/১০/২০২১ খ্রীঃ দুপুর আনুমানিক ২ টার দিকে মহিপুর থানাধীন দক্ষিণ সুধিরপুর কালু খান বাড়ির জামে মসজিদে সামনে সাক্ষী মোঃ রুহুলামিন (৬০), মোঃ আফজাল হোসেন (৬০), মোঃ হাবিব হাওলাদার (৪০), মোঃ সোলেমান  (১৮) এর উপস্থিতিতে মামলার বিবদী মোঃ জাকির খান (৫২) ও তার ছেলে মোঃ রুবেল খান (৩২) ; মোঃ রাসেল খান (২৮) ; মোঃ রাজু  খান(২২) মসজিদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে।এবং পূর্বের মামলা তুলে নেয়র জন্য ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করেন। মিথ্যে মামলা দিয়ে আমাদের হয়রানি করার হুমকি প্রদান করে। আমি ও আমার পরিবারের যে কোন সময় ক্ষতি সাধান হতে পারে বরে সাধারন ডায়রি করা প্রয়োজন।
পূর্ব সূত্রমতে, গত ২৭ শে এপ্রিল ২০২০ খ্রীঃ মামলার বাদীর বড় ভাই মোঃ আইয়ুব আলী খান বাচ্চু (৬২) তার নিজ বসত ভিটার গাছের ডাল কাটতে যায়। সেখানে পূর্ব থেকে পরিকল্পনা অনুযায়ী তার ছোট ভাই মোঃ জাকির খান ( ৫২) ও তার পুত্ররা হামলার উদ্দেশ্য ওতপেতে থাকে এবং পরিকল্পনা অনুযায়ী আয়ুব খানের উপর রান্দা, বগি ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত  হামলা চালায়।এই হামলায় মোঃ আয়ুব খান (৬২) ও তার ছেলে মো : মিজান খান (৩২) এবং আয়ুব খানের বৃদ্ধা মা মোসাঃ হোরেয়া বেগম (৮০) আহত হয়।  আইয়ুব খানের  মাথায় কোপ লাগার কারনে তার একটি চোখ হারাতে হয়। তখন পরিস্থিতির উপর নির্ভর করে মোঃ জহির খান বাদী হয়ে মামলা দায়োর করেন। বর্তমানে উক্ত মামল পটুয়াখালী জুডিশিয়াল মেজিস্ট্রেট আদলে বিচারাধীন রযেছে।


সাধারন ডায়রি নং- ২৮০ / মহিপুর থানা। (কপি)


সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Design & Developed BY Star it Academy