1. admin@amaderkuakata.com : akas :
  2. amaderkuakata.r@gmail.com : desk-1 :
  3. amaderkuakata@gmail.com : rumi :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

কুমারী বাড়ির মাটির পন্য হারিয়ে যাচ্ছে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাটির তৈরি হাঁড়ি পাতিল

  • আপডেট সময়ঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের আব্দুল্লাহ্ পুর ইউনিয়ন কুমারী বাড়ি দিন দিন হারিয়ে যাচ্ছে

২০০ বছরের ঐতিহ্যবাহী মাটির তৈরি হাঁড়ি পাতিল ও হিন্দু সম্প্রদায়ের গ্রাম বাংলার কুমারের নিত্য প্রয়োজনীয় ও অন্যান্য বিভিন্ন ইত্যাদি তৈরি করে আসছেন জিনিসপত্র।

২৭শে নভেম্বর বুধবার সাংবাদিক সুজন বেপারী সরজমিনে গিয়ে দেখা যায়, মাটি দিয়ে তৈরি করা হাঁড়ি পাতিলের কারুকার্য ও বিভিন্ন রকমের বাহারি নকশা, মানুষের পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে মৃৎ শিল্পের ঐতিহ্য গুলো। হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পের ঐতিহ্য। আধুনিকতার ছোয়ায় মানুষের পরিবর্তন এসেছে।ফলে এই মৃৎশিল্প থেকে মুখ ফিরেয়ে নিচ্ছে। এরফলে মৃৎশিল্পের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। তাই প্রাচীনকালের ঐতিহ্য গুলো আমরা কখন হারিয়ে ফেলবো না। সকলেই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

এবিষয়ে আব্দুল্লাহ্ পুর ১নং ওয়ার্ড কুমারী বাড়ি ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের অঞ্জলি রানি পাল, মধু পাল, ভেঙ্গুপাল কয়েকজন বলেন, আমাদের উপকরণ গুলো হলো মাটি ২০০ – ৩০০ বছর ধরে এমাটির জিনিসপত্র তৈরি করতে অনেক যত্ন আর শ্রমের প্রয়োজন এক্ষেত্রে কুমারের হাতের দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান ও দক্ষতা, নিত্য কাজে বিক্রি করে আসছেন কয়েকটি পরিবার সংসার চলে এদিয়ে বলে জানান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Design & Developed BY Star it Academy