মোঃ জসিম মিয়া চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন মাঠে মাদকবিরোধী গণসচেতনামূলক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার বিকাল ৩টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক জিলুফা সুলতানা এ সময় তিনি বলেন, গাজীপুর ইউনিয়ন কে মাদক মুক্ত করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এছাড়া ও স্হানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের দাবীর প্রেক্ষিতে গাজীপুর ইউনিয়নে পুলিশ পাঁড়ির আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি উপস্হিত সকল কে মাদক বিরোধী শপদ পাঠ করান। উক্ত সমাবেশে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সায়েদুল ইসলাম সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।বিজিবি ৫৫ অধিনায়ক এমদাদুল বারী খান, মাহবুব আলম সহকারী ভূমি অফিসার চুনারুঘাট, হিল্লোল রায় অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা,গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, স্হানীয় জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।