কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র পক্ষ থেকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টার দিকে গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি অফিস সংলগ্ন মাঠে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি আঁটা, ১ কেজি ফিটকিরি, ১০ পিস খাবার স্যালাইন, ১ পিস সাবান ও ১ প্যাকেট বিস্কুট প্রদান করা হয়।
এসময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি ছিলেন গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক কুমার দাশ। এছাড়াও সিডিপি এডমিন অফিসার শিপন চন্দ্র সরকারসহ অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।