মধ্যনগরে উপজেলা প্রতিনিধি ;
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও তার কর্মী সমর্থকবৃন্দ।
১১ জুন (মঙ্গলবার) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন,আমি ৭ জুন মধ্যনগর বাজার থেকে চাপাইতি হয়ে বংশীকুন্ডা যাওয়ার পরে শোনতে পারি আমার একজন সমর্থকের সাথে (সাইদুর রহমানের)সমর্থকের হাতাহাতি হয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে সাইদুর রহমান যে হামলার ঘটনা গঠিয়েছে তা সত্যি দু:খজনক।আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচারের দাবি জানাই।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,শ্রমিক লীগের সহ সভাপতি শাহ আলম,সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ প্রমুখ।