খুলনা প্রতিনিধি ।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিষয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও অফিস সহকারী (সিএ) হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দীন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, সদস্য হাফিজুর রহমান রিন্টু, মাজহারুল ইসলাম মিথুন ও কাজী সোহাগ।