
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনা জেলার আমতলী পৌরসভার অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প” (BDPIIP) এর আওতায় আরসিসি সড়ক, কালভার্ট, পয়ঃনিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা, আলোক সজ্জা সহ ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। পৌরসভা কর্তৃক প্রাস্তাবিত প্রকল্পের মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাই বাছাই শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর, ২০২৫ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (অবকাঠামো ও উন্নয়ন( প্রকল্প পরিচালক মো: শাহজাহান ফরাজী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আমতলী পৌরসভার প্রশাসক বরাবর দেয়া হয়েছে। যাহার স্মারক নং ৪৬.০২.০০০০.৫৭৪.১৪.০০২.২০১৫-০৩।
অবকাঠামো উন্নয়ন প্রকল্প (BDPIIP) এর আওতায় অনুমোদিত ডিপিপি মোতাবেক স্বীমসমূহ বাস্তবায়নের নিমিত্তে সরেজমিনে পরির্দশন পূর্বক বাস্তবায়নযোগ্য প্রয়োজনীয় অংশের কাজের বিস্তারিত প্রাক্কলন এলজিইডি’র সর্বশেষ অনুমোদিত রেট সিডিউল অনুসারে প্রাক্কলন প্রস্তুত পূর্বক অত্র দপ্তরে দাখিলের জন্য বলা হয়েছে। মাঠ জরীপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব প্রকল্প প্রস্তুত এবং বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করা হয়েছে চিঠিতে।
চিঠিতে আরো বলা হয়েছে, ডিপিপি ভুক্ত সড়ক, ড্রেনের নাম বা দৈর্ঘ্য কোন অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।
নির্বাচিত, ড্রেনেজ, কালভার্ট, সড়কসমূহ(বিসি) পরিকল্পনা কমিশনের অনুমোদিত জ্যামিতিক মাপ এবং ডিজাইন মোতাবেক প্রাক্কলন প্রস্তুত করতে হবে।
সড়ক (বিসি), কালভার্ট, ইউছেন, স্লোপ প্রটেকশন, ট্রাফিক সাইন, গাইড পোষ্ট, রোড মার্কিং ইত্যাদি একই প্যাকেজে আলাদা পার্ট করে প্রাক্কলন প্রস্তুতের জন্যও বলা হয়েছে।
আমতলী পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে এসব প্রকল্প অনুমোদন করা হয়েছে।
আমতলী পৌরসভার সাবেক মেয়র মতিউর রহমান বলেন, ২০২৪ সালে তিনি মেয়র নির্বাচিত হবার পর পৌরসভার উন্নয়নে বেশকিছু প্রকল্প প্রস্তাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করা হয়। তারই ধারাবাহিকতায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।
তিনি আরো বলেন, আধুনিক পৌরসভা গড়তে প্রকল্পটি সময় উপযোগী। পৌর এলাকার আলোক সজ্জা, পয়ঃনিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা, আরসিসি সড়ক, কালভার্ট, শ্মশানের রাস্তা, কবর স্থানের রাস্তা নির্মাণ সহ যে সকল প্রকল্প নেয়া হয়েছে তা সঠিক ভাবে বাস্তবায়ন হলে নাগরিক সুবিধা নিশ্চিত হবে। ###
আমতলী (বরগুনা) প্রতিনিধি