অ্যাশেজ দিয়েই যাত্রা শুরু করেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড সিরিজ শেষ করেছে ২-২ সমতায়। তবে জমজমাট এই সিরিজের পরও দুই দলই পেয়েছে বড় দুঃসংবাদ। কয়েকদফা জরিমানার পর ইংল্যান্ড হারিয়েছে ১৯ পয়েন্ট। আর অস্ট্রেলিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে ১০ পয়েন্ট।
পাঁচ ম্যাচের সিরিজে হেডিংলি টেস্ট ছাড়া বাকি সব ম্যাচেই পয়েন্ট কাটা হয়েছে স্বাগতিক ইংল্যান্ডের। চার টেস্টে সবমিলিয়ে ১৯ পয়েন্ট হারিয়েছে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার জরিমানা হয়েছে কেবল চতুর্থ টেস্টেই। ম্যানচেস্টার টেস্টে স্লো ওভার রেটের কারণে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাদের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শর্তে এই পয়েন্টগুলো পরবর্তীতে বড় পার্থক্য গড়ে দিতে পারে। এর আগে, এই টুর্নামেন্টের প্রথম চক্রেও স্লো ওভাররেটের কারণে ফাইনাল খেলা হয়নি অজিদের।
আরও পড়ুন: ‘এবারের অ্যাশেজ আগামী প্রজন্মকে প্রেরণা দেবে’
আইসিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসি কোড অব কন্ডাক্টের পরিবর্তিত ধারা অনুযায়ীও দুই দলকে জরিমানা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার কারণে ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। সঙ্গে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করেও কাটা হবে। তবে এক ম্যাচে কোনো দলকে সর্বোচ্চ ৫০ শতাংশই জরিমানা করা হবে। আবার কোনো দল যদি প্রতিপক্ষকে ৮০ ওভারের মধ্যে একবার বা ১৬০ ওভারের মধ্যে দুবার অলআউট করতে পারে, তাহলে ওভার রেট বিবেচনায় আনা হবে না।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/amaderkuakata/public_html/wp-includes/functions.php on line 5737