কুয়াকাটা প্রতিবেদক।।
পর্যটন কেন্দ্র কুয়াকাটার বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বাস কর্তৃপক্ষ ও পর্যটকদের যানযট বিড়ম্বনা থেকে মুক্তির পথ মিললো প্রায় ২ যুগ পর। কুযাকাটা পৌরসভার অর্ন্তভূক্ত তুলাতলি ৬ একর জমির উপর ১৩ কোটি ৬ লাখ টাকা প্রকল্প অনুমোদনে বাস টার্মিনালটি নির্মাণ পক্রিয় শুরু করা হয়েছে। ২২ সেপ্টেম্বর (বুধবার) শেষ বিকেলে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় কুয়াকাটা পৌর সভার কাউন্সলর, ঠিকাদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে চারদিক বেষ্টনি দিয়ে মাটি ভরাট কাজের জন্য সাড়ে ৪ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পটুয়াখালীর মেসার্স গিয়াস উদ্দিন। তবে বাস টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণ করা হয়েছে। ওই জমির মালিকদের জমির মুল্য পরশোধ না করায় জমির মালিকদের মাঝে ক্ষোভ থাকলেও পর্যটক সহ সাধারন মানুষের যানযট নিরসন শুভ সূচনা ঘটল।
কুয়াকাটা পর্যটন উন্নায়নে যুক্ত হলো আরো একটা নতুন ধাপ। যা কুয়াকাটা পর্যটন শিল্পকে আর এক ধাব এগিয়ে নেবে স্বচ্চ বিনিয়োগে। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে কুয়াকাটা বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এসব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। মেয়র বলেন, প্রধানমন্ত্রী কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তোলার যে উদ্যেগ নিয়েছে তাঁরই অংশ হিসেবে এই বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে