পটুয়াখালী জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় টানা ২য় বার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় বেষ্ট পারফরমেন্সের পুরস্কার হিসেবে মহিপুর থানাকে জুলাই/২০২৩ খ্রিঃ মাসে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।
অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মোঃ ফেরদৌস আলম খান এর হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম। এ সময় পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন, মহিপুর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট ইউনিয়নে মোবাইল টিম করে নিরাপত্তা জোড়দার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে পটুয়াখালী জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা এবং আগস্ট মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পটুয়াখালী জেলার মধ্যে বিট কার্যক্রমে শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।