প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, সফলতা এবং বর্তমান সরকারের বিভিন্ন মেগা প্রকল্পসহ পটুয়াখালী- ০৪ আসনে সম্পন্ন হওয়া সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব (এম,পি)।
১২ ই আগস্ট শনিবার রাত আটটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাহিদ রিপনের সভাপতিত্ব ও মোঃ ফরিদ উদ্দিন বিপু’র সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই এম,পি মহিব্বুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। পরে তিনি সরকারের সেবা সমূহ তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে গণমাধ্যম কর্মীদের অপরিসীম ভূমিকার রয়েছে। তিনি আরো বলেন বর্তমান সরকার গণমাধ্যম কর্মীদের সব সময়ই সন্মানের সাথে মূল্যয়ন করেন বলেই উন্নয়নকল্পে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন। পরে তিনি বর্তমান সরাকরের মেগা প্রকল্পের মধ্যে অন্যতম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ স্কুল কলেজ সরকারিকরণ, সড়কের উন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল দ্বিগুণ, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা, মাতৃকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাস করা, গৃহ নির্মাণ ঋণ, বিধবা ভাতা প্রদান করা, মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করা প্রতিবন্ধীদের ভাতা, বেকার যুবকদের ঘরে ঘরে চাকরির জন্য ন্যাশনাল সার্ভিস চালু, ঘরে ঘরে বিদ্যুৎ, সোলার প্যানেল বিতরণ, গর্ভকালীন ভাতা, খোলাবাজারে ১০ টাকা মূল্যের চাল বিক্রয়, অসহায় মহিলাদের বিনামূল্যে ভিজিডির চাল বিতরণসহ সরকারের অসংখ্য উন্নয়নমূলক কাজের কথা তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এসময় আরো বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার ও কলাপাড়া পৌর মেয়র শ্রী বিপুল হাওলাদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, শ্রী নির্মল নন্দী, যুগ্ন সাধারন সম্পাদক ও অধ্যক্ষ মজুরুল আলম লিপন, জেলা পরিসদ সদস্য ফিরোজ সিকদার, পৌর প্যানেল মেয়র হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ ও উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান( ভিপি জিয়া) ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন বিপু। বক্তার সকলেই সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তাদের লেখনির মাধ্যমে তুলে ধরার আহ্বান করেন। মতবিনিময় শেষে কলাপাড়া উপজেলার রাঙ্গাবলী, মহিপুর, কুয়াকাটা বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের অবদান রাখার জন্য এম,পি মহিব্বুর রহমান মহিব কে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পৌর শহরের উন্নয়নে অবদান রাখার জন্য পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে ক্রেস্ট প্রদান করা হয়। কলাপাড়া রাঙ্গাবালী উপজেলার অনাগ্রসর জনপদের নারী উন্নয়নে অবদান রাখার জন্য কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায় ও ফাতেমা আক্তার রেখাকে ক্রেস্ট প্রদান করা হয়।