1. admin@amaderkuakata.com : akas :
  2. amaderkuakata.r@gmail.com : desk-1 :
  3. amaderkuakata@gmail.com : rumi :
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

মহিপুরে পুকুর থেকে গৃহবধূর মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার।।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৫৮১ বার
 মহিপুরে দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী শাহআলম (৫৫) কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আবুল হাসেম বাদী হয়ে শাহআলমের নামে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ৩০ শে মে গভীর রাতে তার স্ত্রী মোসাঃ মমতাজ বেগমকে ওড়না দিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যার পর নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় শাহআলম। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে শাহআলম বেশ কয়েকবার  দাম্পত্য কলহের জেরে তার স্ত্রীকে নির্যাতন করতো।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, আসামী শাহলমকে মঙ্গলবারই আদালতে প্রেরন করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সোসাল মিডিয়ায় শেয়ার করুন।

এ জাতীয় আরো খবর
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Design & Developed BY Star it Academy