1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

কলাপাড়ায় সদ্য নির্বাচিত চেয়ারম্যান পুত্রের হামলায় শ্রমিকলীগ নেতা আহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১১৬ বার

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ’র হাত পাখা প্রতীকের সদ্য নির্বাচিত ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আবদুর রহিম’র সেজ পুত্র মো: শহিদুল ইসলাম ও তার সহযোগীদের হামলায় এক শ্রমিকলীগ নেতা গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত ওয়ার্ড শ্রমিকলীগ নেতা মো: আরিফ (২৮) কে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওয়ার্ড শ্রমিকলীগ যুগ্ম সম্পাদক ও নতুনপাড়া গ্রামের চাঁন মিয়া খতিব’র পুত্র আরিফ পুকুর থেকে গোসল করে বাড়ী ফিরছিল। এসময় সদ্য নির্বাচিত ধূলাসার ইউপি চেয়ারম্যান’র পুত্র মো: শহিদুল ইসলাম ও তার সহযোগী জাকারিয়া আনসারী, মিলন বিশ্বাস, রাহাত মোল্লা আরিফের উপর অতির্কত ভাবে সন্ত্রাসী হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত সহ মাথা ফেটে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত শ্রমিকলীগ নেতা আরিফকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়ে সদ্য নির্বাচিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ’র ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আ: রহিম’র সাথে মুঠো ফোনে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

মহিপুর থানার ওসি মো: আবুল খায়ের বলেন, ’ধূলাসারে একটি হাতাহাতির ঘটনার কথা শুনেছি। তবে ঘটনার বিষয়ে জানতে আমার দু’জন অফিসার নতুনপাড়া গ্রামে গেছে।’
#
১৬-০৬-২২

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas