কুয়াকাটা প্রতিনিধি।। গত ১৫জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পটুয়াখালীর মহিপুর থানাধীন ধূলাসার ইউনিয়নে চার চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে প্রদত্ত (কাষ্টিং) ভোটের শতকরা আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বিধি মোতাবেক বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।
জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, বিএনপি’র সহযোগী সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কেএম মেহেদী হাসান প্রিন্স (প্রাপ্ত ভোট ১৩৭০) আ’লীগ থেকে সদ্য বহিস্কৃত চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুবুর রহমান (প্রাপ্ত ভোট ১৩৯), ঘোড়া প্রতীকের স্বতন্ত্র নারী চেয়ারম্যান প্রার্থী উম্মে হাফসা রিপা (প্রাপ্ত ভোট ১৪২), মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইয়াকুব খান (প্রাপ্ত ভোট ৭১৯)
নির্বাচন কমিশন সূত্র জানান, ধূলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ১১৪৯৫, বাতিলকৃত ভোটের সংখ্যা ২০। যাতে চেয়ারম্যান প্রার্থীদের জামানত রক্ষায় বিধি মোতাবেক ১৪৩৬ ভোট প্রয়োজন। নির্বাচন কমিশন বিধির কম সংখ্যক ভোট পাওয়ায় উল্লিখিত চার চেয়ারম্যান প্রার্থীর জামানতের ৫ হাজার টাকা বাজেয়াপ্ত বলে বিবেচিত হবে।
এদিকে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীন কোন্দলে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র হাত পাখা প্রতীকের প্রার্থী হাফেজ আঃ রহিম’র বিজয়ের নেপথ্যের কারন বলে মন্তব্য আ’লীগ নেতৃবৃন্দের। ###
কুয়াকাটা প্রতিনিধি।।
১৬-০৬-২২