বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার তালতলীতে নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে স্বামীসহ গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গৃহবধুকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সকাল ৯টায় উপজেলার ৬ নং নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের হাসান জমাদ্দারের সাথে নদীতে বাধা জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে অহেতুক তর্কে সৃষ্টি করে একই এলাকার হাবিব জমাদ্দার, হানিফ জোমাদ্দার, তাজেনুর বেগম, একপর্যায়ে আইয়ুব প্যাদার বাড়িতে বসে হাসান জমাদ্দার ও তার স্ত্রী ফাহিমা বেগম কে এলোপাতাড়ি মারধর করে ও পিটিয়ে গৃহবধূ ফাহিমার ডান হাত ভেঙ্গে দেয় অভিযুক্তরা। এ ব্যাপারে গৃহবধূর স্বামী হাসান জোমাদ্দার বলেন, আমাকে মারধর করে ঐ মুহুর্তে আমার স্ত্রী আসলে তাকে পিটিয়ে আহত করে, তার পরনের কাপর টেনে হেঁচড়ে শ্রীলতাহানি ঘটায়। তারপরেও তারা ক্ষান্ত হননি আমরা যদি অভিযুক্তদের বিরুদ্ধে আইনের আশ্রায় নেই তাহলে খুন ও গুম করবে বলে হুমকী দেয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয় তালতলী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন ঘটনা শুনেছি থানায় কোন অভিযোগ আসেনি আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।