জেলা প্রতিনিধি।
পটুয়াখালী সদর উপজেলার ২-নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বরিশাল-টু-কুয়াকাটা মহাসড়কে মৌকরন ব্রীজ ঢালে, আনুমানিক দুপুর ২,১৫ মিনিটের সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থলেই জালাল ফকির নামে একজন নিহত হয়।
জানাগেছে, নিহত নাম জালাল ফকির, ১ নং লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা কালু ফকিরের ছেলে।তিনি কৃষি গবেষনা ইনিস্টিউটে কর্মরত ছিলেন। ডিউটি শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সেন্টমার্টিন সেবা নামের বাসের সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরন করেন,(ইন্না-লিল্লাহ—-রাজিঊন). খবর পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় এবং নিহতর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।