আমাদের কুয়াকাটা ডেস্ক।। নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক মো. আবদুল আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু বস্ত্র ব্যবসায়ীর মেয়ে।
পটুয়াখালীর কুয়াকাটা থেকে সময় টিভির নিজেস্ব প্রতিবেদক (বরগুনা) এম,এ আজিমকে নবম শ্রেনী পড়ুয়া হিন্দু স্কুল ছাত্রীকে অপহরণ মামলায় গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
সূত্রমতে জানা যায়, গত ০২ ই অক্টোবর (শুক্রবার) বরগুনা সদর থানায় সময় টিভির নিজেস্ব প্রতিনিধি এম, এ আজিম, ৭১ টিভির বরগুনা প্রতিনিধি ইমরাণ টিটু ও শুভ সেন এই তিন জনের বিরুদ্ধে হিন্দু স্কুল ছাত্রীকে অপহরণের মামলা দায়ের করেন অপহৃতর পিতা।
মামলা সূত্রে, ০৩ ই অক্টোবর (শনিবার) ভোর রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এম,এ আজীমকে অপহৃত স্কুল ছাত্রী সহ গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে, এই আজিমের বিরুদ্ধে আগে থেকেই শহরের বেশ কিছু স্কুলপড়ুয়া মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে নিজের টাউনহল অফিসে নিয়ে আসার একাধিক অভিযোগ ছিলো। তিনি একজন সামান্য ঘড়ি মেকারের সন্তান হয়েও সাংবাদিকতার আড়ালে চরম আকারে দুর্নীতিতে লিপ্ত ছিলো। তিনি অল্প কয়েক দিনেই প্রাইভেট কার, মুদ্রন যন্ত্র সহ কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন। এছাড়া বরগুনা জেলার প্রশাসনের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে নারী লেলিয়ে ব্লাকমেইল করে নিজের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করার অভিযোগ রয়েছে একাধিক। কিন্ত এতদিন তিনি অদৃশ্য কারণে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতার সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনায় সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করায় বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করলে আমরা তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আজিম ও উদ্ধার হওয়া ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান।