কুয়াকাটা ( পটুয়াখালী) প্রতিনিধিঃ কুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতার সূবর্ন জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের উদ্যোগে বর্নাঢ্য রেলী ও শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুয়াকাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাখাইন মহিলা মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহম্মদ ভূইয়া, সিনিয়র সহ সভাপতি পান্না মিয়া হাওলাদার, সহ সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, শাহ আলম হাওলাদার, অনন্ত মুখার্জি প্রমুখ।
এদিকে কুয়াকাটা পৌরসভার আয়োজনে একই সময়ে একটি রেলি বের করেন। রেলীটি কুয়াকাটা মহা সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভার সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আঃ খালেক, পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, প্যানেল মেয়র মনির শরীফ, কাউন্সিলর মোঃ তৈয়বুর রহমান, শহীদ দেওয়ান প্রমুখ। এতে পৌর সভার কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এছাড়া কুয়াকাটা প্রেসক্লাব,মহিপুর থানা পুলিশ,কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ,মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগ,মহিপুর থানা যুবলীগ, কুয়াকাটা খানাবাদ কলেজ,মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ, জালাল উদ্দীন ডিগ্রি কলেজ, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক পৃথক দিবসটি পালন করে।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
###
কুয়াকাটা ( পটুয়াখালী ) প্রতিনিধি
১৬-১২-২০২১