1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য পরিবার পেলো প্রশিক্ষণ ও সনদ।

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭০ বার

কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্যকে ৭২দিন ব্যাপী ওয়েলডিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার কলাপাড়া কেআইআইটি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষ(ভূমি) পরিচালক মো. আতিকুল ইসলাম।
পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেসন অব দি রুরাল পূয়র(ডিওআরপি) এর সহযোগীতায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র প্রশিক্ষণ বিভাগের ডেপুটি টিম লিডার শ্যামল চন্দ্র পাল। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান ও কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বসার। উপস্থিত ছিলেন ডরপ’র প্রশিক্ষণ সমন্বয়কারী মো. মোতালেব শেখ, ম্যানেজার অ্যাকাউন্টস মো. নজরুল ইসলাম, ইসমাইল তালুকদার টেকনিক্যাল ইনষ্টিটিউট এর অধ্যক্ষ মো. আবু সালেহ, ওয়েলডিং প্রশিক্ষক তানজিল খান আবির, সহকারী প্রশিক্ষক মো. আল আমিন, টেকনিক্যাল ট্রেনিং কো অর্ডিনেটর মো. শামসুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার মো. নজরুল ইসলাম,মো. ইমরান, শৌল বৈরাগী প্রমুখ।
অনুষ্ঠানে দুই ব্যাচের ৫০ প্রশিক্ষনার্থীকে ৭২ দিন প্রশিক্ষণ শেষে সনদ বিকরণ করা হয়। তাঁরা প্রশিক্ষণে অংশ নিয়ে সনদ ছাড়াও পেয়েছে প্রত্যেকে ৩৬ হাজার টাকা। পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য ৪২’শ পরিবারের মধ্যে ডরপ এর মাধ্যমে ইতিমধ্যে ২৪’শ পরিবারকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার ও পায়রা বন্দর কর্তৃপক্ষ।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas