কলাপাড়া ছাত্রলীগ নেতা রাকিবুল’র খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন,সমাবে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়া উপজেলাধীন মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম’র খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলার তেগাছিয়া বাজারে মানববন্ধন, সমাবেশ করেছে স্থানীয়রা। বুধবার সকাল ১০টার এই সমাবেশে বক্তব্য রাখেন মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বশির খান, সাংগঠনিক সম্পাদক রিপন বয়াতী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম,কৃষক লীগ সভাপতি গাজী আব্দুস সোবাহান, যুবলীগ নেতা আলতাফ হোসেন মাতুব্বর, যুবলীগ নেতা জিয়া খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহাগ মুন্সী, শ্রমিক লীগ নেতা বেল্লাল প্যাদা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম রিয়াদ, রাকিবুলের বাবা নাসির মাতুব্বর, মামা গাজী মাঈনুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে রাকিবুল হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান বলেন, মামলার মূল আসামিসহ বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।উল্লেখ্য, গত ২৮ জুলাই রাত নয়টার দিকে রাকিবুলকে বেধড়ক কুপিয়ে তার ডান হাতের
কব্জি কেটে ফেলা হয়। অপর হাত ভেঙ্গে দেয়া হয়। মাথা ও শরীরের বিভিন্ন অংশে কোপানো
হয়। শঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকার ১০ দিন পরে রাকিবুল মৃত্যুর কোলে
ঢলে পড়ে। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। কিন্তু মূল হোতা তরিকুল ও রায়হানকে এখন পর্যন্ত
গ্রেফতার করতে পারেনি।
###
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
১১-০৮-২১