পটুয়াখালীতে ২১ গ্রামের মানুষ আগাম
ঈদ উদযাপন করছেন
পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি\ পটুয়াখালীতে সৌদি আরব ও মধ্য
প্রাচ্যের সাথে মিল রেখে আজ ২১ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছেন
ঈদুল আযহা। সকাল আটটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাস্থ্যবিধি
মেনে কলাপাড়ার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি
মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
হয়েছে। সকাল নয়টায় সদর উপজেলার বদরপুর দরবার জামে শরীফ মসজিদে ঈদের
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সদর উপজেলার ৪ গ্রামে,
কলাপাড়ার ৭ গ্রামে, রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে , দুমকির
২ গ্রাম ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী
হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ
পালন করেন এ চান টুপি অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ
উদযাপন করেন##
পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি\ ২০-০৭-২০২১