পাবনা প্রতিনিধি:
স্বপরিবারে করোনায় আক্রান্ত হলেন পাবনার সিনিয়র সাংবাদিক আখতারুজ্জামান আক্তার। তিনি চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
বিশেষ সুত্রে জানা যায়, সাংবাদিক আক্তার তার স্ত্রী ও দুই সন্তানের করোনা পজিটিভ।
বুধবার (৫ই জুলাই) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে একটি পারিবারিক ছবি পোস্টের মাধ্যমে তা নিশ্চিত করেন। স্বপরিবারের সুস্থতা কামনায় পাবনাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
তার সুস্থতা কামনা করেছেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ,সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন,পাবনা রিপোর্টাস ইউনিটের সভাপতি হাবিবুর রহমান স্বপন,সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,দৈনিক পাবনার চেতনার সম্পাদক ও প্রকাশক শাহানারা পারভীন, পাবনা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ড. এম আব্দুল আলিম,দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি এস এম আদনান উদ্দিন সহ প্রমুখ।
সাংবাদিক আক্তার পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি পদে নিযুক্ত ছিলেন।