1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড।

  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৬৪ বার

আজিজুর রহমান জেলা প্রতিনিধি।।

সিলেটের বিশ্বনাথে এসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাওয়ার সময় অষ্টম শ্রেণির এক ছাত্রীর সাথে ইভটিজিং করায় ফখরুল হোসেন নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ঐ যুবক উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্ব পাড়া গ্রামের মখলিছ আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশ।

জানা যায়, অষ্টম শ্রেণির ঐ স্কুল ছাত্রী শনিবার (১৯জুন) সকাল ১১টার দিকে এসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল। তখন ফখরুল হোসেন তার ফাকা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঐ স্কুল ছাত্রীকে রাস্তায় হাত ধরে টানাটানিসহ উত্তোক্ত করে। এসময় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ। তিনি সাক্ষ্য প্রমাণে ও আসামি ফখরুল হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas