1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

নলছিটির ২ নং মগড় ইউনিয়নের ১ ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আলী আকবর মিয়া জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১০ বার

স্টাফ রিপোর্টার :

দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড় ঝাঁপে মুখরিত হচ্ছে নলছিটি উপজেলার জনপদ
ভোটারদের মধ্যে রয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা কে হবেন জনগনের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি এমনটাই আলোচনা রাস্তা ঘাটে চায়ের আড্ডায় ২নংমগড় ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও নলছিটি উপজেলা কৃষক লীগের সিঃ সহসভাপতি মোঃ আলী আকবর মিয়া ১ওয়ার্ডের মেম্বার প্রার্থী হওয়ায় ১নং ওয়ার্ডে পুরোদমে ভোটারদের ভিতর উৎসহ দেখা দিয়েছে।

সাধারণ ভোটাররা জানান সমাজসেবক গরীব ও অসহায় মানুষের বন্ধু । মোঃ আলী আকবর মিয়া
তিনি দীর্ঘদিন ধরে ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে তাদের সুখে দুংখে পাশে আছেন ৷২নং মগড় ইউনিয়নের ধর্মিয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে সকলের পাশে থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন ৷
তিনি গরীব অসহায় মানুষের নানা ভাবে সহযোগিতা করে আসছেন ৷
আলী আকবর মিয়া বলেন জনগণের জোর দাবির প্রেক্ষিতে এলাকার উন্নয়নের কথা চিন্তা করে ২নং মগড় ইউনিয়ন পরিষদের ১নংওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছি।
এলাকার একজন যোগ্য প্রার্থী হিসাবে উন্নয়নের লক্ষ্যে নির্বাচন করে জনগনের ভোটে জয়যুক্ত হলে ১নং ওয়ার্ড থেকে সন্ত্রাস মাদক ইভটিজিং জঙ্গিবাদ নিমূল করে ১নং ওয়ার্ডকে মডেল এলাকা হিসাবে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ ।
তিনি আরও বলেন প্রিয়১ নং ওয়ার্ডবাসী
আপনারা বিনাপ্রয়োজনে ঘর থেকে বাহিরে বের হবেন না।
প্রয়োজন হলে মাক্স পরে বাহিরে বের হবেন।
বার বার সাবান দিয়ে হাত ধুবেন।
তিন ফুট দুরত্ব থাকবেন।
আপনি নিজে সচেতন হোন অন্য কে সচেতন করুন।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas