রাজু আহমেদ রাজবাড়ী প্রতিনিধি :
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা-যমুনার ঢেউ কমে যাওয়ার ফলে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (২৮ মে) সকাল ১০ টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন দৌলতদিয়া লঞ্চঘাটের দায়িত্বরত নুরুল হক মিলন।
তিনি বলেন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা-যমুনার নদীর ঢেউ কমে যাওয়ায় এবং আবহাওয়া কিছুটা ভাল হওয়ায় এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ নৌরুটে সরকারি সকল বিধিনিষেধ মেনে ১৭ টি লঞ্চ চলাচল করছে।
এ নৌরুটে লঞ্চ পারাপার হওয়া সাধারণ যাত্রীদের সাথে কথা হলে তারা বলেন, নৌরুটে লঞ্চ চলাচল শুরু হওয়ার কারণে আমাদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। আমরা এখন স্বচ্ছন্দে রাজধানী ঢাকাতে যাওয়া-আসা করতে পারব।
এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় গত মঙ্গলবার (২৫ মে) রাত থেকে লঞ্চ বন্ধ ও বুধবার (২৬ মে) সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সীমিত আকারে ছিল।শুক্রবার সকাল থেকে এলো রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এনো রুটে ছোট-বড় ফেরি মিলে ১৮ ফেরীর মধ্যে ১৬ টি ফেরি দিয়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস এবং সাধারণ যাত্রী পারাপার হচ্ছেন বলে নিশ্চিত করেছেন দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বাকি দুইটি ফেরি মেরামতের জন্য আপাতত বন্ধ আছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকার কারণেই দুই পারের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক এবং সাধারণ যাত্রী স্বাচ্ছন্দে পারাপার হচ্ছে। এবং দুই পাড়ের পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসের সিরিয়াল তেমন চোখে পড়েনি।
দৌলতদিয়া ঘাটের নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মুন্নাফ হোসেন বলেন সরকারি নিয়ম বিধিনিষেধ অমান্য করে যদি কোনো লঞ্চ এ রুটে চলাচল করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি।