1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

র‍্যাব-৮ এর অভিযানে ৪,৫৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার,আটক ১ জন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৬ বার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  
র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ১৬ সেপ্টেম্বর ২০ইং তারিখে রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার বাউফল থানার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ৪,৫৪৫ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১,৩৬,২৫০ টাকা। 

যানাযায়,এসময় পলিথিন ব্যবসায়ের সাথে জড়িত অপরাধী অনিল দেবনাথ (৩৩), পিতা- মৃত অধির দেবনাথ,সাং- মদনপুরা, থানা- বাউফল, জেলা- পটুয়াখালীকে আটক করা হয়।

এ সময় জেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাউফলে আটককৃত আসামীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন-২০১০) এর ধারা ১৫(১) টেবিল ক্রমিক ৪(ক) এর বিধান লংঘনের অপরাধে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উক্ত জব্দকৃত পলিথিন সমুহ পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর নিকট হস্তান্তর করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এবিষয় পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতেখারুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে র‍্যাবের এ ধরনের কার্যক্রম প্রতিদিনের ন্যয় অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas
x