1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত।

  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ৪১১ বার

পটুয়াখালী প্রতিনিধি।।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন শিথিল করন ও পেশাদার সাংবাদিকের তালিকা প্রনয়ন করার দাবীতে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে মানব বন্ধন ও সমাবেশ করেন জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, গনমাধ্যম আজ স্বাধীন নয়। কথায় কথায় সাংবাদিকের চাকরি চলে যায়, সাদাকে সাদা ও কালোকে কালো বলতে গেলে তাদেরকে ভয়ভিতি দেখানো, নির্যাতন করা, এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাদেরকে হয়রানী করা হয়। সাংবাদিকরা যদি না লেখেন তাহলে সমাজের কালিমা দুর হওয়া সম্ভব নয় তাই সাংবাদিকদের সেই স্বাধীনতা দেয়ার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে শিথিলতা আনার দাবী জানান বক্তারা। বক্তারা আরো বলেন দেশে অনেক মিডিয়া হাউজ যাচাই বাছাই না করে টাকার বিনিময়ে সাংবাদিক নিয়োগ দেন আর সেইসব কথিত সাংবাদিকরা চাঁদাবাজী সহ নানা অপকর্মে লিপ্ত হন যাতে প্রকৃত সাংবাদিকগনের কর্মক্ষেত্রে বিরুপ প্রতিকৃয়া সৃষ্টি হয় এসব বন্ধ করা সহ প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রনয়ন করা এখন সময়ের দাবী। মানব বন্ধন ও সমাবেশ শেষে একটি র‍্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।#


পটুয়াখালী প্রতিনিধি

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas