1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

পটুয়াখালীতে র‌্যাব-৮ কর্তৃক ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার।

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১
  • ৪০৮ বার


পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বরগুনা জেলার আমতলী থানার বাইলাবুনিয়া গ্রামের বাসিন্দা মো, দুলাল হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার(২৭) কে ধর্ষন মামলা আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

গত ১লা মে শনিবার ২১ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাব-৮। এসময় অভিযান পরিচালনা কালে বিকাল আনুমানিক ২:৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, বরগুনা জেলার আমতলী থানার ফায়ার সার্ভিস এলাকায় (নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩ এর ৭/৯(১)/৩০ এর প্রসেস নং-১২৮৬/২১ তারিখঃ ৫ এপ্রিল ২১ইং) এর ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত প্রাপ্ত পলাতক আসামী উক্ত স্থানে অবস্থান করছে।

এসময় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে বিকাল আনুমানিক ৪:১০ ঘটিকার সময় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ ব্যক্তিকে গ্রেফতার করেন।

জানাযায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম- মোঃ কাওসার হাওলাদার (২৭), পিতা-দুলাল হাওলাদার, সাং-বাইলাবুনিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা বলে নিজেই স্বিকার উক্তিতে জানায়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, বরগুনা জেলার আমতলী থানার (নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩ এর ৭/৯(১)/৩০ এর প্রসেস নং-১২৮৬/২১ তারিখঃ ০৫/৪/২০২১ইং) এর ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আছেন দির্ঘদীন

ধর্ষন মামলার আসামীকে বরগুনা জেলার আমতলী থানার (নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩ এর ৭/৯(১)/৩০ এর প্রসেস নং-১২৮৬/২১ তারিখঃ ০৫/৪/২০২১ইং) মূলে হস্তান্তর করা হয়।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার
ভারপ্রাপ্ত মো,রাজীব ফারহান বলেন, প্রতিদিনের ন্যায় এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas