সাইফুল ইসলাম জুলহাস, স্টাফ রিপোর্টার:
বরগুনায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ছে।
এ সময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক বাজারে ভেজালযুক্ত অপুষ্ট আম বিক্রি করার অপরাধে অভিযুক্তদের অর্থদণ্ড প্রদান করা হয় এবং এসব রাসায়নিক মিশ্রিত অপুষ্ট আম(২০টি ক্যারেট) বিনষ্ট করা হয়।
আম পাকার ক্যালেন্ডার মোতাবেক ১৫ মে থেকে উন্নত জাতের আমের মৌসুম শুরু হয়।
অসাধু ব্যবসায়ীরা আম–ভোক্তার হাতে কৌশলে প্রতারণার আশ্রয় নিয়ে পাকা আমের নামে অপুষ্ট আম তুলে দিতে চান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজালযুক্ত এসব আম ক্রয় থেকে বিরত থাকতে বলা হয়েছে