রাজু আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ
গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনে উদ্যগে করোনা কালীন সময় ১৩ শত অসহায় নারীদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। হাবিবুর রহমান বি পি এম( বার) ও পি পি এম( বার) ডি আই জি ঢাকা রেঞ্জ ও চেয়ারম্যান উত্তরণ ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্হাপনায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন। অসহায় নারীদের কে লোক প্রতি পোলাও চাউল ১কেজি,সয়াবিন তেল ১কেজি,ডাউল ৫০০গ্রাম,চিনি ১কেজি,সেমাই ১প্যাকেট,দুধ ১প্যাকেট,বিস্কুট ১প্যাকেট,খেজুর ৫০০গ্রাম,আলু ১কেজি,পেঁয়াজ ১কেজি,ছোলা ১কেজি,ও ১টি সাবান বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান পুলিশ সুপার রাজবাড়ী। সালাউদ্দিন আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ)রাজবাড়ী। আব্দু্ল্লাহ আল তায়াবীর ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানা। ঝুমুর বেগম সভানেত্রী অসহায় নারী ঐক্য সংগঠন প্রমূখ।