স্টাফ রিপোর্টাস।।
পটুয়াখালীর ভোক্তা অধিদপ্তরের অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।প্রতিষ্ঠান গুলো মহিপুর বাজারের,মেসার্স রাজা ফিলিং স্টেশনে ২০ হাজার ,আলিপুর বাজারের মেসার্স মনোয়ারা কৃষি ঘরে ২০ হাজার, বাংলাদেশ মেডিকেল হলে ১৫ হাজার, মেসার্স আয়েশা মেডিকেল হলে ৭০০০ হাজার, মেসার্স আল আমিন মেডিকেল হলে ৫০০০ হাজার, দোয়েল কসমেটিকে ৫০০০ হাজার এবং কুৃয়াকাটা আকন স্টোরে ৮০০০ হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মাদ সেলিমের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।এসময় নানা অসঙ্গতি থাকায় মোট সাতটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে যৌক্তিক ও গ্রহণযোগ্য মূল্যে ওষুধ, স্যানিটাইজার ও অন্য চিকিৎসা সরঞ্জাম বিক্রি করতে হবে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ, স্যানিটাইজার বিক্রি করা থেকে বিরত থাকতে হবে।
এসময় তিনি করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের সব ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয় বিক্রয়ের অনুরোধ জানান।