কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌমুহনীস্থ আলমাছিয়া হোটেল থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮ হাজার ইয়াবা জব্দ করা হয়।
আটক আবদুল গফুর পূর্ব খরুলিয়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি রামুর মন্ডলপাড়া গ্রামের মো. হোছেন প্রকাশ মাছনের মেয়েকে বিয়ে করেন এবং এ গ্রামে বসত বাড়ি গড়ে তোলে দীর্ঘদিন এখানে বসবাস করে আসছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমেন মন্ডল ৮ হাজার ইয়াবা সহ আবদুল গফুরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন-এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।