1. kaiumkuakata@gmail.com : Ab kaium : Ab kaium
  2. akaskuakata@gmail.com : akas :
  3. mithukuakata@gmail.com : mithu :
  4. mizankuakata@gmail.com : mizan :
  5. habibullahkhanrabbi@gmail.com : rabbi :
  6. amaderkuakata.r@gmail.com : rumi sorif : rumi sorif
মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২, ১০:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ-
প্রতিটি জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। যোগাযোগঃ-০১৯১১১৪৫০৯১, ০১৭১২৭৪৫৬৭৪

চাপাইনবয়াবগঞ্জ ডিএনসির মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৯৯ বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে হিরোইন ও ইয়াবাসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামকৃষ্টপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী তরিকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে স্টিলের আলমারীর মধ্যে ড্রয়ারে লুকানো অবস্থায় ১৫ টি পলিথিনের পোটলায় ৩০ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য বিক্রির ৮০,২৭০ (আশি হাজার দুইশত সত্তর টাকা) উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের সদর থানার রামকৃষ্টপুর গ্রামের মৃত শিশ মোহাম্মদের ছেলে তরিকুল ইসলাম (৬০)। অপরদিকে রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে তানিয়া আক্তার পালিয়ে যায়।

অপর অভিযানে সদর থানাধীন পৌরসভার সামনে অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবাসহ বিষু কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিতলা ঝিলিম রোড গ্রামের মৃত আঃহান্নানের ছেলে বিষু (৩৮)।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে, উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী,সিপাই আল- আমিন, সিপাই হাবিবা খাতুন ও গাড়ি চালক জাহিদুলসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়।

বুধবার অভিযানটি পরিচালনা করা হয়।জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মো. আনিছুর রহমান খাঁন।

আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।

আপনার ফেইসবুকে শেয়ার করুন।

এরকম আরো খবর
© এই সাইটের কোন নিউজ/ অডিও/ভিডিও কপি করা দন্ডনিয় অপরাধ।
Created By Hafijur Rahman akas
x